জল্লাদের সময় কবিতা – আহমদ ছফা


জল্লাদের সময়
আহমদ ছফা


১.
আমাদের এ সময় সুসময় নয়
জোয়ারে হিন্দোল দোলা, ভাটায় মন্থর
চেনাজানা ভদ্র নদী ভেবে
যেজন ভাসাবে ডিঙ্গা পৈতৃক বিশ্বাসে
জেনে রাখ সর্বনাশ সম্মুখে তোমার।

২.
দেশটা যেন বদ্ধজলা
এদিকে মরণ ওদিকেও তেমন

৩.
আমি তো নিশ্চিত জানি
বাস করি ভিন্ন ভূ-মণ্ডলে
বন্দী আমি, মুক্ত আমি আপন সমাজে....
অসীম সাহসী আমি
লোহার লাঙল দিয়ে পাথরে মৃত্তিকা চাষ করি।

৪.
দলে দলে তারা বলে
যুদ্ধ হবে
আরো একবার যুদ্ধহবে
পালঙ্ক শায়িত লাশ এই বাঙলায়।


No comments: