আমাদের কথা

আমাদের কথা


KOBITA BHANDER পাতায় আপনাকে স্বাগত। ‘KOBITA BHANDER’ শুধু পেজ নয়। এটা কবিতার একটা সংগ্রহশালা বলতে পারেন। ‘ব্যস্ততম জীবনে আমাদের সময় কোথায় বই হাতে নিয়ে কবিতা পড়ার?’ এরকম কথা অনেকের কাছেই শুনি। আর তাছাড়া প্রিয় কবিতার বই গুলো সবসময় হাতের কাছে পাওয়া সম্ভব হয় না। তাই এই অনলাইন প্রয়াস। বর্তমানে আমাদের এই সংগ্রহশালা পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রতিদিন গড়ে এক হাজার বার কবিতা পড়েন বিভিন্ন দেশের মানুষ।
আমাদের নতুন ওয়েবসাইট এ যেতে এখানে ক্লিক করুন...


আমাদের উদ্দেশ্য –
Kobita Bhander শুরু হয়েছিল কবিতার হাত ধরে। কিন্তু ধীরে ধীরে কলবরে তাঁর বৃদ্ধি হয়েছে। আরও নতুন বিভাগ যুক্ত হয়েছে।


আমরা আরও যা যা চাইছিঃ


১. বিভিন্ন লেখক লেখিকাদের সম্পূর্ণ লেখার জায়গা হোক Kobita Bhander.
২. সংস্কৃতি মনস্ক মানুষের একমাত্র গন্থব্য হয়ে উঠুক Kobita Bhander.
৩. বিখ্যাত কবিদের সমস্ত লেখা প্রকাশ করার কাজ চলছে।
৪. ভবিষ্যতে আমরা বই আকারে কবিতা সংগ্রহ বের করব। অবশ্যই তা হবে অনলাইন মাধ্যমে। আমরা আন্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে কবিতার বই বের করব।
৫. সমস্ত কবিতার একটি করে আবৃত্তি তৈরি করার চেষ্টা চলছে। যাতে প্রত্যেকে শুনতে পারেন।
এরকমই আরও অনেক ভাবনা চিন্তা নিয়ে Kobita Bhander এর পথ চলা শুরু হয়েছিল। এবং আপনাদের সহায়তায় তা এখনও চলছে।


পরিশেষে বলতে চাই Kobita Bhander বাংলা সাহিত্য সংরক্ষণের হাতিয়ার হিসেবে বাংলা ভাষাভাষী মানুষের মনে জায়গা করে নেক।


সুস্থ থাকুন। ভালো থাকুন। লিখুন। Kobita Bhander এর সাথে থাকুন।


ধন্যবাদ
KOBITA BHANDER


No comments: