ইচ্ছেটা কবিতা – ভাস্কর চৌধুরী


ইচ্ছেটা

ভাস্কর চৌধুরী 



যদি সাগরের জলে মরি মিষ্টি জলে
দেহ ধুয়ে দিও।
মৃত্যুর পর কোনো অনুভব নেই জানি
তবু দ্যাখো প্রতিটি মানুষের শেষ ইচ্ছে থাকে
অনেকেই লিখে রাখে এমনকি ফাঁসির আসামি
আমি কেবলই বললাম, নোনা জলে ভয়
দ্রুত দেহ ক্ষয় হয়
চোখ দুটি গলে যাবে আগে
ভয়গুলো তাড়া করে দ্যাখো
কোথায় মরণ নিশ্চিত না জেনেও বলে রাখি
তোমার চোখের জল মৃত্যুর পর
আমার শরীরে ফেলো না
নোনা জলে বড় ভয় লাগে।


No comments: