আত্মকথন কবিতা – ভাস্কর চৌধুরী


আত্মকথন
ভাস্কর চৌধুরী


নিড়ালে নিজেকেই নিড়ানো ভালো
অন্যকে নিখরচায় নিড়াতে যাবো ক্যানো?
নিউরনে উস্কানি দেয়, তাই জেগে বুঝি
উস্কানি চুলের আগুন সতেজ রাখে।

প্রকৃতিতে যা কিছু সব মানুষের দেহে
ও স্বভাবে আছে।
নদী বললে নদী, নয়তো পাহাড়
সাগরের মতো বুক তাঁর ছিলো

সামান্য বাতাসে সুপারি পাতারা দোলে
তার ছায়ার নীচে দিয়ে শাড়ি সামলাতে
সামলাতে আমার আপন কাজে যায়
হয়তো, এমন সময় দেখতে সে সবাই চে ভালো। মনটা উস্কালো।
আমি আজ তার কাছে বিকেল বেলায় যাবো।


No comments: