রজনীগন্ধার উপমা কবিতা – আহমেদ ছফা


রজনীগন্ধার উপমা
আহমেদ ছফা


ইচ্ছে করে মাঝে মাঝে, জ্বলে উঠি
ফেটে পড়ি তীব্র বিস্ফোরণে
ভেঙ্গে ফেলি হাটে হাঁড়ি
জানুক নগরবাসী, শুনুক সকলে
তােমার চরিতকথা
মহিলা হে কি রকম তুমি!

রজনীগন্ধাকে আমি বড় বেশি
ভালবাসি, ব্যথা দিতে নিজে ব্যথা পাই
এতদিন বলি বলি করে তাই বলতে পারিনি;
এ আমার দুর্বলতা, কলঙ্কও বলতে পার
তােমাকে পুষ্পের সঙ্গে অভিন্ন দেখেছি।

অবিকল গন্ধবহ ফুল্লমুখি নারী
রজনীগন্ধার মত অভিমানে নিত্য নতমুখি

মুখোমুখি দেখা হলে বাক্য জমে যায়
কি এক বয়েসী বােধে হঠাৎ নিশ্চল হয়ে উঠি
তােমাকে ব্যথা দিলে
রজনীগন্ধার দল ব্যথা পাবে ভেবে।


No comments: