চেতনায় লারমা কবিতা – Palash Chakma Jumma


চেতনায় লারমা
Palash Chakma Jumma


ওই যে বনে দেখো ডাকছে পাখি
শোষকের শৃংখল ভাঙ্গবে বলে,
শত রক্ত জবা ফুল ফুটছে দেখো
তোমার দেখানো পথে হাঁটবে বলে।।

তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি শিখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম,
তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি দেখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম।।

জুম পাহাড়ে তুমি জ্বালিয়ে ছিলে
বিপ্লবী চেতনার জীবন প্রদীপ,
অধিকার হারা মানুষের হৃদয়ে
বেঁচে থাকার আশার প্রদীপ।।

তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি শিখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম,
তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি দেখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম।।

পাহাড়ের বাজে, ঝর্ণার গর্জনে
আজও তোমার আহ্বান শুনি,
জোনাকিরা আজও জ্বলছে আঁধারে
মুক্তির আলো ফোটাবে বলে।।

তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি শিখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম,
তাই লারমা তুমি হৃদয়ে চির অম্লান
তুমি দেখিয়ে ছিলে বেঁচে থাকার সংগ্রাম।।


No comments: