ঝুমকো জবা ছড়া – ফররুখ আহমদ


ঝুমকো জবা
ফররুখ আহমদ


ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।


No comments: