নৈশব্দের সেই স্বরধ্বনি কবিতা – ভাস্কর চৌধুরী


নৈশব্দের সেই স্বরধ্বনি
ভাস্কর চৌধুরী


তারপরও
কিছু শব্দ ছুঁড়ে দিলাম
নিয়ে যাও, আসো আমার এ দ্বারে
যেখানে আমার সস্তা দরের কোনো এক ভিটায়
দাঁড়িয়ে আমি...
আর...

তারপর হয়তো একাল সেকালের গল্পগুলো
জোড়াতালি দিয়ে চলে যায়
যায় দিগন্তের পারে
আর কেউ ডাকে, আমি শুনতে পাই
নৈশব্দের সেই স্বরধ্বনি...

কিছু কথা আর ছবি এভাবেই ডাকে
সময়ে অসময়ে হয় কথপোকথন...


No comments: