একা
ভাস্কর চৌধুরী
আজ ক্যামন একটা সন্ধ্যে ফিরে গেলো
আজ সারাক্ষণ ভালোবাসতে ইচ্ছে করছিলো।
খালি হাতে বের হয়ে সব চে বড় চাইনিজে
মুখোমুখি বসার বাসনা ছিলো।
সামনে শূন্য চেয়ার নিয়ে বসে বসে
সময়টা কাটিয়ে দেয়া
গল্প করার সময় মনে হলো
এমন কাল যদি ফের পাই
আবার ভালোবাসার আশায় বেরিয়ে যাবো
আবার শূন্য চেয়ারের সাথে গল্প হবে
কখন যে কে প্রিয় হয়ে যায়
ঘটনায় আগে কেউ বুঝতে পারে না।
No comments:
Post a Comment